Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে তুষারধসে নিহত ভারতীয় সেনা, নিখোঁজ ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


ভারতীয় কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরের উপর আছড়ে পড়ে তুষারধস। সেই সময় চাপা পড়ে যান বেশ কয়েকজন জওয়ান। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। চলছে উদ্ধার কাজ। 

সর্বশেষ খবর অনুযায়ী এক জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫ জন এখনও নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

ঘটনার পরই তল্লাশি শুরু করেছে সেনার উদ্ধারকারী দল। অন্যদিকে, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও এদিন আছড়ে পড়ে তুষারধস। সেখানেও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৩০ নভেম্বর টহলদারির জন্য উত্তর সিয়াচেনে মোতায়েন ছিল আট জনের একটি দল। দুপুর তিনটে নাগাদ আচমকাই বিশাল তুষারধস নামে। তাতে সবাই চাপা পড়েন। খবর পেয়ে সেনার অন্য একটি দল কিছুক্ষণ পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করে।

ঘটনাস্থল চিহ্নিত করার পর শুরু হয় পুরু বরফের স্তর সরিয়ে তাঁদের উদ্ধারকাজ। উদ্ধারের পরে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।

Bootstrap Image Preview