Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে বাড়িতে অক্ষয়ের উদ্যাম নাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


বলিউডের তারকাবহুল ছবি 'গুড নিউজ'র ট্রেলার এরইমধ্যে সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, কিয়ারা আদবানি এবং দলজিত সিং দোসাঞ্জ।

'গুড নিউজ'র ট্রেলার মুক্তির পর এবার সামনে এসেছে সিনেমার দ্বিতীয় গান 'সওদা খারা খারা'। যেখানে দলজিত এবং কিয়ারার সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় অক্ষয়কে। গানের শেষ দিকে দলজিত এবং কিয়ারার সঙ্গে নাগিন ডান্স করেছেন এ অভিনেতা।

ছবিটির ট্রেলার মুক্তির পর বর্তমানে 'বচ্চন পান্ড'র শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয়। অন্যদিকে, কারিনা ব্যস্ত 'লাল সিং চাড্ডা'র শ্যুটিংয়ে। এই সিনেমায় আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে করিনাকে। লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের জন্য করিনা পাঞ্জাবে রয়েছেন, তেমনি বচ্চন পান্ডের শ্যুটিংয়ের জন্য অক্ষয় কুমার রয়েছেন হায়দরাবাদে।

এদিকে 'কবির সিং'য়ে শাহিদ কাপুরের সঙ্গে অভিনয়ের পর কিয়ারা আদবানি নজর কাড়তে শুরু করেছেন দর্শকদের। 'লাস্ট স্টোরিজ'-এ কিয়ারার অভিনয়ের পর কবির সিং-এ প্রীতির ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন কিয়ারা। ।

ভিডিও

Bootstrap Image Preview