Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার নিজেদের মাঝেই গোলাগুলি করে মরলো ৬ ভারতীয় জওয়ান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের ছত্তিশগড় রাজ্যে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ছয় জওয়ান নিহত ও দুই জন আহত হয়েছেন।

এক জওয়ান তার সহকর্মীদের দিকে গুলি ছোড়ার পর এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। সহকর্মীদের দিকে গুলি বর্ষণকারী জওয়ান আত্মহত্যা করেছে।

বুধবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে নারায়ণপুর জেলায় আইটিবিপি ক্যাম্পে ঘটনাটি ঘটেছে বলে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বস্তার রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এক জওয়ান নিরাপত্তার কাজে থাকা তার অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালায়। এতে ৪ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। পরবর্তীতে ওই জওয়ানও নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য সহকর্মীদের বরাতে পুলিশ জানায়, হামলাকারী কনস্টেবল ছুটি না পেয়ে হতাশ ছিলেন। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছেন সংশ্লিষ্টরা।

Bootstrap Image Preview