Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোরআনের আয়াত সত্য, তাই বিএনপির উদ্দেশ্য সফল হয়নি: শাজাহান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপিকে উদ্দেশ্য করে সংসদ সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন,‘ধর্মের নামে বিএনপি আমার দেশের মানুষকে হত্যা করেছে। কোরআনের আয়াত সত্য, তাই তাদের উদ্দেশ্য সফল হয়নি। মানুষ হত্যা করেও তারা সফল হয়নি।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের পশ্চিম মাঠ মাদ্রাসার উপবৃত্তি বিতরণ ও মসজিদ পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা পরিষদের সদস্য ফারুক খান, হরষিত কুমার সাহা ও দেলোয়ার হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাবুদ্দিন আহমেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

তিনি আরও বলেন, ‘যে সব উন্নয়ন এখনো হয়নি তা আমাকে মনে করিয়ে দেবেন, যাতে আমরা পরে আসলে দেখি কারও কোনো অভিযোগ না থাকে।’ মসজিদের উন্নয়নে পাঁচ লাখ টাকা প্রদান করা হবে বলে স্থানীয় এই সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়।

বহুতল ভবনের জন্য যে আবেদন করা হয়েছে তা অতিসত্বর বাস্তবায়নের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এরপর অনুষ্ঠানে একশ’ ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অনুদান তুলে দেওয়া হয়।

Bootstrap Image Preview