Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোপা কাপের কোন গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview


আগামী কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে। ১২ দলকে ২ ভাগে ভাগ করে গ্রুপিং করা হয়েছে। ২০২০ আসরে ল্যাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে অতিথি হিসেবে খেলবে এশিয়ার ২ দল। মর্যাদাকর শতবর্ষী টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ও অস্ট্রেলিয়া।

এবারের আসরে গ্রুপিং করার ক্ষেত্রে দলগুলোর ভৌগোলিক অবস্থান প্রাধান্য দেয়ার কথা জানানো হয়। ফলে আগেই বোঝা যায় কে কোন গ্রুপে থাকতে পারে। হয়েছেও তাই।

২০২০ কোপা আসরে মোট ৩৮ ম্যাচ হবে। আর্জেন্টিনায় পর্দা উঠে চলবে ১ মাসের বেশি সময়। কলম্বিয়ার বারানকুইলাতে ফাইনাল দিয়ে পর্দা নামবে।

'এ' গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। এটিকে বলা হচ্ছে মৃত্যুকূপ বা গ্রুপ অব ডেথ।

আর্জেন্টাইনদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পড়েছে 'বি' গ্রুপে। কোপার অন্যতম সফল দলটির সঙ্গী কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু।

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা ও চিলি।

Bootstrap Image Preview