৯ বছরের কন্যাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সেই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হলো না। মৃত্যুর কোলে ঢলে পড়ল নিগৃহীতা শিশু।
পৈশাচিক এই ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানার রোহতকে। পুলিশ জানিয়েছে, কাজের খোঁজে হরিয়ানায় গিয়েছিল ওই পরিবার। সেখানে চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিল মেয়েটি। মায়ের অভিযোগের ভিত্তিতে মেয়েটির বাবার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-ঝাটি লেগে থাকত। অভিযোগে বলা হয়েছে, রাতে বাবার পাশে শুতো মেয়েটি। দিনের বেলায় সে মায়ের কাছে থাকত। সোমবার বিকেলে সে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেয়েটি।
ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় তাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পর থেকেই মেয়েটির বাবা পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।