Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'পরিবারের আশা পূরণ করতে পারিনি' লিখে বিশ্ববিদ্যালয়ছাত্রের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


রাজধানীর শ্যামলীর একটি মেস থেকে সাইফুল ইসলাম (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামলী-২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র ছিলেন সাইফুল। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, শ্যামলীর ওই মেসের একটি কক্ষে সাইফুলরা দুই বন্ধু থাকত। গতরাতে তার রুমমেট মেসে ছিল না। আজ বিকালে এসে সে দেখে, ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

ওসি বলেন, লাশটি উদ্ধারের সময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে। দারিদ্র্যের কারণে পরিবারের আশা পূরণ করতে পারেনি, সেজন্য মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে সে।

সাইফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview