Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মালয়েশিয়ায় আটকে পড়া অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ বিমান।

মালয়েশিয়া সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’কর্মসূচির আওতায় অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনা হবে।

ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে অতিরিক্ত ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এ সব ফ্লাইটে বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার ব্যবহার করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমতার আওতায় টিকেট সংকটের কারণে আটকে পড়াদের সহায়তা করতে ও সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ বিমান এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ বাস্তবায়ন করবে।

এছাড়াও, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, দেশের ও দেশের মানুষের স্বার্থ ও প্রয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলো সব সময়ই প্রস্তুত।

 

Bootstrap Image Preview