Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অদ্ভুত ঘটনা! বরিশালে ৫ পা বিশিষ্ট বাছুরের জন্ম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview


একটি গরুর পাঁচ পা! শুনতে অবাক মনে হলেও বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এমনই এক গরুর বাছুরের জন্ম হয়েছে।

আজ শুক্রবার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভাণ্ডারীকাঠি এলাকার স্বপন নিপতির একটি গাভী এ বাছুরটির জন্ম দেয়। বাছুরটি দেখতে স্বপন নিপতির বাড়িতে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ।ভিড় জমাচ্ছেন।

গাভীর মালিক স্বপন নিপতি জানান, তিনি দীর্ঘদিন যাবৎ গাভীটি পালন করে আসছেন। তার খামারের অন্যান্য গাভীর মতো এই গাভীটিও স্বাভাবিকভাবে পালিত হয়েছে। গর্ভবতী গাভীটির প্রসবের মেয়াদ অতিবাহিত হলেও প্রসব না করায় তারা হতাশ হয়ে পড়েন।

একপর্যায়ে গত মাসে গাভীটি পাঁচ পা বিশিষ্ট বাছুর প্রসব করে। প্রসবের পর থেকে গাভী ও বাছুর সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানান, এটি একটি অদ্ভুত ঘটনা। আমাদের এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

Bootstrap Image Preview