Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের জন্য সুখবর 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সু-খবর পেলো নিউজিল্যান্ড। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। 

তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা উজ্জল হয়েছে বোল্ট ও গ্র্যান্ডহোমের। দলের সাথেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বোল্ট-গ্র্যান্ডহোম।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি পোস্ট টুইট করে বোল্ট ও গ্র্যান্ডহোমের বর্তমান অবস্থা জানায়। টুইটারে এনজেডসি জানায়, ‘বোল্ট ও গ্র্যান্ডহোমের দারুণ অগ্রগতি দেখা গেছে। ইনজুরি কাটিয়ে উঠেছেন তারা। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনে তাদের ফিটনেসের উন্নতি লক্ষ্য করা গেছে। তাই আগামীকাল দলের সঙ্গে পার্থে যাবেন তারা।’

আগামী ১২ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। প্রথমটি দিবা-রাত্রির টেস্ট। গোলাপি বলের টেস্টে বোল্ট ও গ্র্যান্ডহোমকে পাবার ব্যাপারে আশাবাদি নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘আমি জানি না আমার আত্মবিশ্বাসী হওয়া উচিত কি-না। আমি আশাবাদী তাদের যে অবস্থায় চাই, তারা সেখানেই আছে।’

Bootstrap Image Preview