সারাদেশে যখন পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে তখন দেশের বাইরে থেকে চাহিদা মেটানোর জন্য বিমানে করে পেঁয়াজ আনা হয়। এরই মধ্যে পেঁয়াজের বাজারে সুখবর এসেছে। বিদেশি পেঁয়াজ আমদানির পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে দেশীয় উৎপাদনের পেয়াঁজ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সরেজমিন রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পাতাসহ পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এই পেঁয়াজের।
বিক্রেতারা জানান, মুনাফার আশায় পেঁয়াজ পরিপক্ক হওয়ার আগেই জমি থেকে তুলে বিক্রি করে দেয়া হচ্ছে। আর পরিপক্ক পেঁয়াজ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সকল প্রকার সবজির দাম।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে দুই সপ্তাহ আগে যে শিমের কেজি ১২০ টাকা ছিল, তা এখন কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা লম্বা শিমের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা।
কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘গত সপ্তাহে যে শিমের পাল্লা (৫ কেজি) ১৮০-২০০ টাকা বিক্রি করেছি, আজ তা ১০০ টাকায় বিক্রি করছি। দুই সপ্তাহ ধরে শিমের দাম টানা কমেছে। সামনে শিমের দাম আরও কমবে।’