Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেলে সব শেষ: চরমোনাই পীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দুনিয়ার ক্ষমতা ও রাজত্ব ক্ষণস্থায়ী, এ ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেলে সব শেষ হয়ে যাবে। দেশের মানুষ যদি আল্লাহ ভিরু হয়ে যায় তবেই দেশের সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

সোনাইমুড়িতে বাংলাদেশ মুজাহিদ কমিটির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে শুক্রবার সোনাইমুড়ি সরকারি হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মাদ্রাসার নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বইয়ে মানুষ নাকি আদি যুগে বানর ছিল লেখা রয়েছে। আসলে মানুষ কখনই বানর ছিল না। যারা এগুলো লিখেছেন তারা এখনই সংশোধন করুন। মানুষ মানুষই ছিল আর বানর বানরই ছিল।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের সাহেবজাদা প্রমুখ।

Bootstrap Image Preview