Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় সেনা ক্যাম্প থেকে ছদ্মবেশে রাইফেল-গুলি চুরি, জরুরি সতর্কতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩ AM

bdmorning Image Preview


ভারতের মধ্য প্রদেশের পাচমারি সেনা ক্যাম্প থেকে দুটি অত্যাধুনিক রাইফেল ও অন্তত ২০ রাউন্ড গুলি চুরি করে নিয়ে গেছে ছদ্মবেশী দুর্বৃত্তরা। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় জরুরি সতকর্তা জারি করেছে প্রশাসন। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’।

এ বিষয়ে হোশাংগাবাদের এসপি এমএল ছারি বলেন, শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে দুই সন্দেহভাজন ব্যক্তি সেনা কর্মকর্তা সেজে ক্যাম্পে প্রবেশ করে এবং দুটি আইএনএসএএস রাইফেল চুরি করে নিয়ে যায়। তারা কালো ট্র্যাকস্যুট ও ক্যাপ পরিধান করে এসেছিল।

জানা গেছে, ওই দুই সন্দেহভাজন ব্যক্তি পিপারিয়া থেকে ট্যাক্সিতে করে ক্যাম্পে আসে। আর নিজেদের উদ্দেশ্য হাসিলের পর আবার পিপারিয়া রেলস্টেশনে ফিরে যায়।

এ দিকে এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পুরো এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ। রেলওয়ে বিভাগকেও পরিস্থিতি জানানো হয়েছে এবং তল্লাশি চলছে।

Bootstrap Image Preview