Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খড়ের আগুনে পুড়ল মাক্রোবাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview


গোদাগাড়ীতে সড়কে থাকা খড় থেকে মাক্রোবাসে আগুন লেগেছে। কিন্তু চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাবনার দাদু মটরসের মালিক রেজাউল কবির শরিফসহ তিনজন যাত্রী।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচোল-আমনুরা আমতলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে একটি মাইক্রোবাস যাওয়ার সময় রাস্তায় শুকাতে দেয়া ধানের খড় থেকে ধীরে ধীরে আগুন ধরে গাড়ীতে ছড়িয়ে পড়লে এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

তাৎক্ষণিক গাড়ী থামিয়ে সকল যাত্রীকে নিরাপদে পাঠিয়ে দেয়া হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে গাড়ীর ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, মাক্রোবাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে শুকনা খড় থেকে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো গাড়ীটি পুড়ে যেত। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

Bootstrap Image Preview