Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বাড়ি ছাড়ছে মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার সিডনির দাবানল ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। শনিবার পর্যন্ত এই দাবানল ৩ লাখ হেক্টর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। সহসাই এই আগুন নেভানো যাচ্ছে না বলে স্থানীয় কর্মকর্তারা হুশিয়ার করে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল নগরী সিডনির এই দাবানলে কয়েক হাজার বাসিন্দা ইতোমধ্যেই ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বনভূমিতে এই দাবানলের সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি। অস্ট্রেলিয়ায় দাবানল এখন অনেকটা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। প্রতি বছর অনেকগুলো দাবানল সৃষ্টি হয় দেশটিতে।

এবছরের অক্টোবরের পর থেকে দাবানলে ছয় জনের মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ায়। সাত ‘শর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সিডনির এই দাবানল ছাড়াও একই সাথে কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায় ছোট আকারে দাবানল চলছে।

Bootstrap Image Preview