Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মার ইলিশ কিনলেই ফ্রিতে মিলবে এক কেজি পিঁয়াজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাজারে এক মাছ দোকানদার একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পিঁয়াজ দিচ্ছেন একেবারে বিনামূল্যে।

শনিবার (৭ ডিসেম্বর) এমন ধামাকা অফার চালু করেছেন মাছ দোকানি নজরুল ইসলাম।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কলকাতায় শেখ নজরুল ইসলামের দোকানে গেলেই দেখা যাবে ইলিশের সঙ্গে ব্যাগ ভর্তি পিঁয়াজও নিয়ে যাচ্ছেন ক্রেতারা।

তার দোকানটি খুঁজে পেতে বিশেষ সমস্যা হবে না। কারণ বাজারের চতুর্দিক ঢেকে গেছে বড় বড় বিজ্ঞাপনে। যেখানে বেশ মোটা অক্ষরে লেখা রয়েছে ‘ফ্রি ফ্রি ফ্রি।’ না, গোপন কোনো শর্তাবলিও প্রযোজ্য নয়। যে ওজনেরই মাছ কিনবেন, একটি গোটা ইলিশ নিলেই পেয়ে যাবেন এক কেজি পেঁয়াজ।

প্রায় ৪০ বছরের পুরোনো দোকানি নজরুল ইসলাম জানালেন, তার দোকানে এখন ১,৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ।

এই মাছ বিক্রেতা বলেন, ‘পিঁয়াজের যা দাম বেড়েছে, তাতে যদি পদ্মার ইলিশের সঙ্গে তা বিনামূল্যে মেলে, তাহলে তো ক্রেতাদের ভালো লাগবেই। তাদের চমক দিতেই এই প্রয়াস।’

বাংলাদেশের মত ভারতের পিঁয়াজ বাজারেও লেগেছে আগুন। অঞ্চল ভেদে তা কেজিপ্রতি দেড়শ’ টাকা ছাড়িয়েছে। তাই এমন সময় এই লোভনীয় সুযোগ পেয়ে ইতোমধ্যেই ক্রেতারা লুফে নিতে শুরু করেছেন অফারটি।

Bootstrap Image Preview