Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তেলাপোকাও পাখি, শাজাহান খানও মানুষ: নিক্সন চৌধুরী

তানজীম শহীদ শান্ত
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৫:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী মাদারীপুর–১ আসনের সরকারদলীয় সাংসদ শাজাহান খানকে উদ্দেশ্য করে বলেছেন, তেলাপোকাও পাখি আর শাজাহান খানও মানুষ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি শাজাহান খান সম্পর্কে কটূক্তি করে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

শাজাহান খানকে ‘গণবাহিনীর ডাকাত’ বলেও আখ্যায়িত করে তিনি বলেন, ‘তেলাপোকাও পাখি আর শাজাহান খানও মানুষ। ওনারে আমি মানুষ মনে করি না, তেলাপোকার মতো পাখি। ওনার ওস্তাদরেই খাইয়া ফেলাইলাম, আর উনি তো কোনো বিষয় না। আমার সাথে খেলতে আইসেন না। জন্মের পর থেকে আমার বাপে আমারে প্লেয়ার বানাইছে। তাই খেলা আমরাও জানি।’

শাজাহান খানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে নিক্সন চৌধুরী বলেন, আপনার যদি সাহস থাকে, তাহলে নিক্সন চৌধুরীর সাথে মোকাবিলা করেন। ভাঙ্গায় এক কোদাল মাটি কাটা হলে শাজাহান খানের বাড়ির একশ কোদাল মাটি কেটে নেওয়া হবে।

শাজাহান খানকে কটূক্তি করে নিক্সন চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করেই শনিবার (৭ ডিসেম্বর) সকালে মাদারীপুরে প্রতিবাদ মিছিল করেছে শাজাহান খান সমর্থকরা।

 

 

Bootstrap Image Preview