Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭০ জাপানি সৈনিকের জন্য একজন কোরিয়ান যৌনদাসী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৭ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনাদের জন্য যৌনদাসী রাখা হতো। তারা কোরিয়ান নারীদের ধরে নিয়ে যৌনদাসী হিসেবে আটকে রাখতো। বিষয়টি ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত।

কিন্তু শুধু যে কোরিয়ান নারীদের ধরে নেয় যৌনদাসী বানানো হতো এমন নয়, প্রতি ৭০ জন সৈনিকের জন্য একজন যৌনদাসী সরবরাহ করতে জাপান সরকারকে অনুরোধ করা হয়েছিল এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

জাপানের দ্য ইম্পেরিয়াল জাপানিজ আর্মি ‘কমফোর্ট উইমেন’ নামে এসব যৌনদাসী সরবরাহ করতে অনুরোধ করেছিল। তবে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়েছিল তা এখনো নিশ্চিত হতে পানি গবেষকরা।

জাপানের তৎকালীন সরকারের যুদ্ধকালীন সরকারি নথির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম কিয়োদো সম্প্রতি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, জাপান সেনারা কোরীয় নারীদের আটকে রেখে তাদেরকে কমফোর্ট উইমেন হিসেবেই ব্যবহার করা হতো।

Bootstrap Image Preview