Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেন্ডারবাজি ও তদবির বাণিজ্যে ব্যস্ত ভিপি নুর: রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


টেন্ডারবাজি ও তদবির বাণিজ্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরকে পদত্যাগ করার আহ্বান জিএস গোলাম রাব্বানীর।

রোববার দুপুরে ডাকসু ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নুর পদত্যাগ না করলে বহিষ্কার করতে ডাকসু সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামানকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গোলাম রাব্বানী বলেন, ডাকসুর দায়িত্ব পালন না করে ভিপি পদকে ব্যবহার করে অবৈধ অর্থ উপার্জন ও টেন্ডারবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন নুর। এ সময় ডাকসু ভিপির বিরুদ্ধে দুর্নীতি ও নৈতিকস্খলনের নানা অভিযোগ তোলেন ছাত্রলীগ প্যানেলের অন্যান্য নেতারাও। এছাড়া নিজের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেন রাব্বানী।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারান তিনি।

Bootstrap Image Preview