Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা চার লাখ টাকা

নোয়াখালী (বেগমগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের বিরুদ্ধে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা, বন্ধু ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে রবিবার (৮ডিসেম্বর) পৃথক পৃথক ভাবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ। এ সময় আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান। এ সময় রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

Bootstrap Image Preview