Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানুষের মুখের মত দেখতে মাছ, ধরা পড়লো ক্যামেরায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মানুষ-মুখো মাছ, যা দেখলে অবাক হওয়ারই কথা। চীনের এক লেকে এমনই এক মাছের দেখা মিলেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গেছে। 

সবাই ওই মুখের মধ্যে নানা পরিচিত জনের ছায়া দেখতে পাচ্ছেন। আসলে মাছটির মুখ অনেকটাই মানুষের মতো।

জানা গেছে, ভিডিওটি তুলেছেন দক্ষিণ চীনের এক বাসিন্দা। কানমিং শহরের একটি লেকে মাছটি দেখেন তিনি। কালবিলম্ব না করে ভিডিও করে নেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তার পর থেকেই কমেন্টের বন্যা। 

অমুক বা তমুকের মতো দেখতে বলে যেমন অনেকে কমেন্ট করেছেন তেমনই এটিকে রূপকথার মাছ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ আবার হ্যারি পটার কাহিনির ভিলেন ভল্ডমর্ট বলেছেন মাছটিকে। 

Bootstrap Image Preview