Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রহস্যময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে উত্তর কোরিয়া। তবে কি ধরনের পরীক্ষা চালানো হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি।

রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার কৌশলগত মর্যাদা আরও বাড়াতে এই পরীক্ষার ফলাফল ব্যবহার করা হবে।

বিবিসির খবরে বলা হয়, এটি স্যাটেলাইট লঞ্চারকে শক্তিশালী করার জন্য কোনো ইঞ্জিনের ভূমিভিত্তিক পরীক্ষা অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে বলে বিশ্বাস বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দেয়ার ঘোষণার পরই এ পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া।

এর আগে, শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসার দরকার নেই উত্তর কোরিয়ার।

Bootstrap Image Preview