Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্টের প্রস্তাব পাকিস্তানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


বাংলাদেশকে এবার দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য প্রস্তাব দিয়েছে পাকিস্তান। নিশ্চিয়তা নেই পাকিস্তান সফরের ,তারপরেও সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিপিএল এর পরপরই ।

তবে নিরাপত্তার কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা রিপোর্ট এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

তিনটি টি-২০ এবং দুই টেস্ট বাংলাদেশের পাকিস্তান সফরে। এরমধ্যে ১টি দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি। তবে নিরাপত্তা রিপোর্ট ইতিবাচক না হলে পাকিস্তান সফর বাতিল করতে পারে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সাথে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি বাংলাদেশ। কিন্তু এটি নিয়ে এখনো কোন আলোচনা হয়নি।

এর আগে গত মাসে ভারতের বিপক্ষে প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলে বাংলাদেশ যা উপমহাদেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট ছিলো।

Bootstrap Image Preview