Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌনতা ও অভিনয়, কোনটাই ছাড়বেন না কার্তিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


বলিউডের উঠতি তারকাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কার্তিক আরিয়ান। ইতিমধ্যে তিনি দর্শকমহলে শক্ত জায়গা করে নিয়েছেন। বিভিন্ন নায়িকার সঙ্গে তার প্রেমের গুজবও শোনা যাচ্ছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পান্ডের ছবি ‘পতি পত্নী অউর ও’ ছবিটি। মাত্র দুদিনেই বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে এটি। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই পছন্দের অভিনেতা কার্তিককে নিয়ে উচ্ছ্বসিত তার মহিলা ভক্তরা। ছবিতে কার্তিকের ‘সেক্স অ্যাপিল’ নজর কেড়েছে তার মহিলা ভক্তদের মধ্যে।

তবে কার্তিকের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ যৌনতা নাকি অভিনয়? সম্প্রতি এ বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা। তাকে প্রশ্ন করা হয় যৌনতা কিংবা অভিনয়ের মধ্যে যদি তাকে কোনোটা ছাড়তে বলা হয় তাহলে তিনি কোনটা ছাড়বেন?

এ বিষয়ে কার্তিকের সাফ জবাব, অভিনয় ও যৌনতা তার কাছে খানিকটা পাঁউরুটি আর মাখনের মতো। তিনি কোনোটাকেই ছাড়তে পারবেন না।

পাশাপাশি কার্তিক জানান, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে বিশেষ লুকোচুরি করতে পছন্দ করি না। পাশাপাশি শুধুমাত্র পাপারাৎজির ক্যামেরা এড়াতে তিনি কারোর সঙ্গে রেস্তোরাঁতে খেতে যাওয়া বন্ধ করে দেবেন, সেটাও সম্ভব নয় বলে জানান কার্তিক।

Bootstrap Image Preview