একটি কলা দেয়ালে আঁঠা দিয়ে সাঁটানো। এই হলো শিল্পকর্ম! সাদামাটা হলেও নিলামে এর দাম ওঠে এক লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় এক কোটির বেশি। চোখ রীতিমতো কপালে ওঠার মতো।
তবে আলোচিত শিল্পকর্মটি শেষ পর্যন্ত খেয়েই ফেলেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেডিভ ডাটুনা নামে এক শিল্পী।
'কমেডিয়ান' শিরোনামের এ শিল্পকর্ম ইতালির শিল্পী মোরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির আর্ট ব্যাসেল আন্তর্জাতিক গ্যালারিতে তা প্রদর্শন করা হচ্ছিল। খবর দ্য গার্ডিয়ানের।
গত সপ্তাহে তিন ক্রেতা সীমিত সংস্করণের এই শিল্পকর্ম কিনেছিলেন। পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড ডাটুনা গ্যালারির দেয়াল থেকে তা খুলে শনিবার খেয়ে ফেলেন।
তিনি দাবি করেছেন, তিনি ক্ষুধার্ত হওয়ায় গ্যালারির দেয়ালে লাগানো কলাটি খেয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামের পোস্টে তিনি লিখেছেন, 'আমার আর্ট পারফরম্যান্স'।