Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসন্ন বিপিএল দিয়েই ব্যাটিং অর্ডারের উন্নতি চায় মোসাদ্দেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার, তার মতে বঙ্গবন্ধু বিপিএলে ভালো পারফর্ম করতে পারলে জাতীয় দলের ব্যাটিং অর্ডারে উন্নতি হবে তাঁর। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলে সাধারণত ছয় কিংবা সাত নম্বরে ব্যাটিং করেন।আর ঘরোয়া ক্রিকেটে চার অথবা পাঁচে খেলে থাকেন।

সিলেট থান্ডারে আছেন সৈকত। এবারের বঙ্গবন্ধু বিপিএল মাতাবেন সিলেটের অধিনায়ক হিসেবে। এবারের বিপিএলে ব্যাটিং অর্ডার নিয়ে তার একটু বেশি চিন্তা। তার বিশ্বাস বিপিএলে চার-পাঁচ এই পজিশনে ভালো খেলতে পারলে জাতীয় দলেও তাঁকে চার কিংবা পাঁচে নামানোর কথা চিন্তা করবেন নির্বাচকরা। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ব্যাটিং অর্ডার নিয়ে এমনটাই জানান সিলেট থান্ডারের অধিনায়ক।

মোসাদ্দেক বলেন, 'ঘরোয়া ক্রিকেটে আমি চার-পাঁচেই ব্যাটিং করার চেষ্টা করি। জাতীয় দলে এমন সুযোগ মেলেনি। বিপিএলে ভালো করলে কোচ-নির্বাচকরা হয়ত জাতীয় দলে উপরে ব্যাটিং করানোর বিষয়ে চিন্তা করবেন।'

অবশ্য সিলেটের হয়ে কোন পজিশনে ব্যাটিং করবেন এই ব্যাপারটি এখনও অজানা মোসাদ্দেকের। বিষয়টি কোচ এবং ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিয়েছেন তিনি। মোসাদ্দেকের ভাষ্যমতে, 'বিপিএলে কোথায় ব্যাট করবো এখনো জানি না। কোচ-ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, হয়ত চার বা পাঁচেই করব। এটা আমার জন্য বড় সুযোগ। আমি মনে করি নিজেকে এখানে দেখানোর সুযোগ আছে।'

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মোসাদ্দেকের নেতৃত্বাধীন সিলেট থান্ডার। বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর শের-ই ব বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

Bootstrap Image Preview