Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিবে না ঢাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্সে শুধুমাত্র সাত কলেজ থেকে স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সাত কলেজের বাইরের শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাত কলেজের বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাত কলেজে মাস্টার্স ভর্তি হওয়ার সুযোগ দিলেও এ বছর সে সুযোগ দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।

Bootstrap Image Preview