Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে পাবলিক প্লেসে গণধর্ষণের শিকার হলেন তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এবার কোচিং ক্লাসে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হলেন ১৯ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে তাঁকে ধর্ষণ করে। পুলিশের দাবি, পাবলিক প্লেসেই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।

গত ২৯ নভেম্বর উত্তরপ্রদেশের অউরৈয়া জেলায় এই ঘটনাটি ঘটেছে। তবে, ঘটনাটি সামনে এসেছে সোমবার। অভিযুক্তদের একজন সেনাসদস্য বলে সন্দেহ করছে পুলিশ। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

নির্যাতিতা ওই ছাত্রীর পরিবার এফআইআর দায়ের করেছে।

এফআইআর থেকে জানা গেছে, ২৯ নভেম্বর কোচিং ক্লাসে যাওয়ার সময় ওই তরুণীকে রাস্তা থেকে অপহরণ করা হয়।

অউরৈয়ার পুলিশ সুপার সুনীতি সোমবার জানান, ওই ছাত্রী কোচিং ক্লাসে যাওয়ার সময় একটি গাড়ি তার রাস্তা আটকে দাঁড়ায়। চোখের নিমেষে তাকে গাড়িতে তুলে চম্পট দেয় অভিযুক্তরা। গাড়িতে ছিল চারজন। একটু দূরে নিয়ে গিয়ে, চারজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, এই গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত একজন সেনাসদস্য। এলাহাবাদে পোস্টিং রয়েছে তার।

পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত এলাহাবাদে সেনার কোন ব্যাটালিয়নে রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

 

 

Bootstrap Image Preview