Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোর গ্যাং কর্তৃক গ্রাম পুলিশের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বেগমগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ সদস্য বেল্লাল হোসেন এর উপর হামলা ঘটনায়আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ মডেল থানা ও উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য বেল্লাল হোসেন বলেন, তার এসএসসি পরীক্ষার্থী ছেলে নূরনবী কে কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য তাদের দলে যোগ দেয়ার জন্য শপথ নেয়ার আহ্বান করে। এতে তিনি বাবা হয়ে প্রতিবাদ করলে ২৩ নভেম্বর ইউপি হোল্ডিং ট্যাক্স আদায়কালে কিশোর গ্যাং এর সদস্য সাইফুল ইসলাম, রুবেল, মোমিন উল্যা, আনোয়ার হোসেন, শামীম হোসেনসহ আট জন মারধর করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় বেলাল হোসেন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে ২৮ নভেম্বর মামলা দাযের করে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় আজকের এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

Bootstrap Image Preview