Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে টিসিবি’র ৪৫ টাকায় পিয়াজ বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পিয়াজের দাম নিয়ন্ত্রণে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পিয়াজ বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নতুনবাজার এলাকায় প্রতি কেজি পিয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হয়।

এর আগে এ কার্যক্রম উদ্বোধন করেন সদ্য সাবেক সিলেট জেলা আওয়ামী লীগ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এ সময় পিয়াজ নিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন ক্রেতা সাধারণ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জনপ্রতি কেজি করে ৩ টন পিয়াজ বিক্রি করে কর্তৃপক্ষ।

ক্রেতারা জানান, পিয়াজের মূল্য আজ আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। এ অবস্থায় এ কার্যক্রম আমাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

ডিলার শামীম আহমদ বলেন, বর্তমান সময়ে টিসিবি’র পিয়াজের খুবই চাহিদা। আজ থেকে আমরা শুরু করেছি। এটি অব্যাহত থাকবে।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল বলেন, জনসাধারণের জন্যেই এ আয়োজন। আজকের বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ পূর্বক প্রয়োজন হলে বরাদ্দ বৃদ্ধির চেষ্টা করা হবে।

 

Bootstrap Image Preview