Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রংপুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কুমিল্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ PM

bdmorning Image Preview


আগামীকাল শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স। প্রতিপক্ষ রংপুর শক্তিশালী হলেও, চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কুমিল্লা।

টুর্নামেন্টে অংশ নেয়া সাত দলের মধ্যে শুধুমাত্র কুমিল্লাকেই স্পন্সর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে একত্রে দলের কোন খেলোয়াড়কেই পায়নি তারা। তারপরও ভালো শুরুর ব্যাপারে আশাবাদি কুমিল্লা।

কুমিল্লার বেশিরভাগ খেলোয়াড়ই নেপালে সাউথ এশিয়ান গেমনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সাথে সম্পৃক্ত ছিলেন। গতকালের ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তাই বলা যায়, সেখানে নিজেদের অনুশীলনটা ভালোভাবেই সেড়ে নিয়েছে খেলোয়াড়রা।

স্বর্ণ জয় করা খেলোয়াড়রা আজ নেপাল থেকে দেশে ফিরেছেন। আর আগামীকালই কুমিল্লার হয়ে খেলতে নামবেন। আজ কুমিল্লার পেসার বোলার আল আমিন হোসেন বলেন, ‘আমাদের চারজন খেলোয়াড় এসএ গেমসে ছিলেন এবং তারা স্বর্ণ জিতেছে। হ্যাঁ, আমরা একতে অনুশীলণ করতে পারিনি কিন্তু তারা খেলার মধ্যেই ছিলেন। যা আমাদের জন্য ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা নেপালে স্বর্ণ জিতেছে এবং ম্যাচের ব্যাপারে তারা বেশ আত্মবিশ্বাসী। ইতোমধ্যে আমাদের বিদেশী খেলোয়াড়রা ঢাকা পৌঁছেছে। আমাদের সাথে ডেভিড মালান, দানুস্কা শানাকা ও মুজিব উর রহমান রয়েছে। আমার মনে হয় আমরা ভারসাম্যপূর্ণ দল।’

Bootstrap Image Preview