Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে খেলার মজাটা অন্যরকম: আন্দ্রে রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বঙ্গবন্ধুর স্মরণে অনুষ্ঠিত হবে এবারের অংশ নিতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল বিপিএলের এবারের আসরে রাজশাহী রয়্যালসের হয়ে অধিনায়কত্বের সাথে মাঠ মাতাবেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার।

২০১২ সাল থেকে বিপিএলে খেলা আন্দ্রে রাসেল বলেন, বাংলাদেশে খেলার মজাটা (অস্ট্রেলিয়ার) বিগ ব্যাশের চাইতেও বেশি। যে ভালোবাসা ও আতিথেয়তা আমি এখানে পাই সেটা ভিন্নরকম অনুভূতি সৃষ্টি করে।

বিশ্বের এই অঞ্চলটাতে আসার পরই লোকেরা আমাদের উষ্ণ অভ্যার্থনা দেয়। বিপিএলের প্রস্তাবে রাজি হতে আমি দ্বিতীয়বার ভাবিনি।

বিপিএলে নিজেদের দল নিয়ে আন্দ্রে রাসেল, কাগজে কলমে আমরা বেশ ভালো একটা দল পেয়েছি। তবে নিজেদের সেরা বলতে চাচ্ছিনা। ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারব।

তিনি আরও বলেন, আমাদের দলে রবি বোপারা, শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। টপ অর্ডারে হজরতউল্লাহ জাজাই ও লিটন দাস আছে। আমি বাংলাদেশের ক্রিকেটারদের একটা ভিডিও দেখেছি। তারা বেশ দুর্দান্ত, তাদের অভিজ্ঞতা ও প্রতিভা কাজে লাগাতে পারলে আশা করছি ভালো কিছু হবে।

 

 

Bootstrap Image Preview