Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিবাহবার্ষিকীতে আবেগপ্রবণ টুইট করলেন বিরাট ও আনুশকা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


২০১৭ সালের এই দিনে ইতালিতে বিয়ে করেছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সেই থেকে এই জুটি ‘বিরুষ্কা’ নামে পরিচিত।

দ্বিতীয় বিবাহবার্ষিকীর সকালে কোহালি টুইট করলেন, ‘বাস্তবে শুধু  ভালবাসাই থেকে যায় আর অন্য কিছু নয়। আর যখন ঈশ্বর এমন কাউকে দিয়ে দেন যে কি না প্রতি দিন এটা উপলব্ধি করায়, তখন একটা অনুভূতিই শুধু হয়। আর তা হল কৃতজ্ঞতা।’

তার কিছুক্ষণের মধ্যেই এল আনুশকার  টুইট, ‘অন্য কাউকে ভালবাসা হল ঈশ্বরের মুখদর্শন— ভিক্টর হুগো। ভালবাসার ব্যাপার হল এটা শুধু একটা অনুভূতি নয়। তার থেকে অনেক বেশি। এটা একটা গাইড, চালিকা শক্তি। পরম সত্যের দিকে নিয়ে যাওয়ার রাস্তা। আর আমি ভাগ্যবান, সত্যিই ভাগ্যবান যে এটা খুঁজে পেয়েছি।’  

Bootstrap Image Preview