Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিলিকের হ্যাটট্রিকে শেষ ষোলোয় পৈাঁছালো নাপোলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


হেরে গেলে বা ড্র করলে চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় যাওয়ার পথে কঠিন সমীকরণের সামনে পড়তে হতো নাপোলিকে সেক্ষেত্রে ঘরের মাঠ সান পাওলো স্টেডিয়ামে আর্কাদিউজ মিলিকের হ্যাটট্রিকে বেলজিয়ান ক্লাব গেঙ্ককে - গোলে উড়িয়ে নক-আউট পর্বের টিকিট পেয়ে গেছে ইতালিয়ান ক্লাব নাপোলি

মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকে আক্রমণের ঢেউ তুলে গেঙ্ককে চেপে ধরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। গোলের জন্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তৃতীয় মিনিটেই নাপোলিকে এগিয়ে দেন মিলিক। পোলিশ ফরোয়ার্ড দ্বিতীয় গোল করেন ২৬ মিনিটে। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে ফের পেনাল্টি পায় আনচেলত্তির দল। এবার স্পট-কিকটি নেন ড্রাইয়েস মার্টেন্স। ম্যাচের বাকি সময় ৪-০ ব্যবধান ধরে রেখে ‘ই’ গ্রুপে রানার-আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নাপোলি।

Bootstrap Image Preview