Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত বাসে দুই নারীকে ইভটিজিং করে পালাতে গিয়ে বাসচাপায় মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় চলন্ত বাসে দুই নারীকে উত্ত্যক্ত করে পালাতে গিয়ে বাসচাপায় মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাহ আমানত সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘সকালে দক্ষিণ চট্টগ্রাম থেকে শহরে দিকে আসা একটি বাসে দুই নারীকে উত্ত্যক্ত করে ওই যুবক। এ সময় নারীরা চিৎকার করলে বাসের বাকি যাত্রীরা ওই যুবককে আটকের চেষ্টা করে। তবে সে চলন্ত বাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই বাসের নিচে পরে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে আরও নিশ্চিত হতে ইভটিজিংয়ের শিকার ওই দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Bootstrap Image Preview