Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোস্তাফিজের বলে ছক্কা হাঁকিয়ে বল হারালেন সানাকা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪০ PM

bdmorning Image Preview


রংপুর রেঞ্জার্স এর হয়ে বল করতে আসা মোস্তাফিজ এর শেষ অভারের ৩ নাম্বার বলে গ্র্যান্ড স্ট্যান্ড এর উপর দিয়ে ছক্কা হাকান সানাকা বলটি একেবারে মাঠের বাইরে চলে যাই। সেই একই অভারে আরও ৩টি ছয় খান তিনি সেই অভারে সানাকা ২৬ রান তুলে নেন মোস্তাফিজ এর অভারে । ৪অভার বল করে মোস্তাফিজ ৩৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট 
আপরদিকে সানাকার ৩১ বলে ৭৫রানের ঝড় ইনিংসে বর সংগ্রহ পাই কুমিল্লা. 
সংক্ষিপ্ত স্কোর ঃ
কুমিল্লা ঃ১৭৩-৭(২০)
 

Bootstrap Image Preview