Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় ওয়ানডে দলে ধাওয়ানের পরিবর্তে জায়গা পেলেন আগারওয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


ভারতীয় দলে মায়াঙ্ক আগারওয়ালকে অন্তর্ভুক্ত করা হল,তাও আবার শিখর ধাওয়ানের জায়গাতেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এমনটা দেখা যাবে।

ভারতের ঘরোয়া মুশতাক আলী ট্রফিতে মহারাস্ট্রের বিপক্ষে ম্যাচে ধাওয়ানের বাম হাঁটু কেটে যায়। যে কারণে ক্যারিবিয়দের বিপক্ষে চলতি টি-২০ সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নেন ধাওয়ান। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) দেয়া এক বিবৃতিতে বলা হয়,‘ বিসিসিআই মেডিকেল টিম মনে করছে, ধাওয়ানের হাঁটুর সেলাই কাটা হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ্ঠছেন তাই পুর্ন ম্যাচ ফিটনেস ফিরে পেতে তার আরো কিছু সময় দরকার। যে কারণে ধাওয়ানের পরিবর্তে আগারওয়ালকে দলভুক্ত করা হয়েছে’
চেন্নাইয়ের এমএ চিদাম্বারম স্টেডিয়ামে আগামী ১৫ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ ও ২২ ডিসেম্বর।

Bootstrap Image Preview