Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলের নিলামে মুশফিক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে উঠছে টাইগার দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নাম।নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা বুধবার আট ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের  নিলামে ভারতীয় ও বিদেশি মিলিয়ে নাম নিবন্ধন করেছিলেন ৯৭১ জন ক্রিকেটার। আগেই জানানো হয়েছিল, এই তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলো ৯ ডিসেম্বরের মধ্যে দেবে আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা।

নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় নাম নিবন্ধন করা ৯৭১ জন থেকে জায়গা পেয়েছেন ৩৩২ জন ক্রিকেটার। এছাড়া ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে চূড়ান্ত তালিকায় ২৪ জন নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।   

Bootstrap Image Preview