Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের বিপক্ষে যে তিন তারকা নিয়ে মাঠে নামছে খুলনা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে  খুলনা টাইগার্স।

অভিজ্ঞ আর তরুণদের মিশেলে খুলনা টাইগার্স পরিবার। বিপিএলের বিশেষ সংস্করণে মাঠে নামার আগে দল নিয়ে  কথা বললেন মুশফিক, খুব ভালো একটা টিম পেয়েছি। ভালো খেললে ভালো ফলাফল পাবো আমরা। 

প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যারা এরইমধ্যে নেমেছে মাঠে। সিলেটের তান্ডব থামিয়ে দিয়ে শুভসূচনা করেছে। প্রতিপক্ষকে তাই বেশ সমীহ করছেন মুশফিক। সঙ্গে নিজেদের সামর্থ্যের বার্তাও দিয়ে রাখলেন।

মুশফিক-রাইলি রুশো-মোহাম্মদ আমির। তিন দেশের তিন তারকা। এবার এক শিবিরে। লড়বেন প্রতিপক্ষের বিরুদ্ধে।

এদের সঙ্গে নাজমুল শান্ত, সাইফ হাসান আর মেহেদি হাসানরাও আছেন। বয়সে যারা একেবারেই তরুণ। তবে ঘরোয়া ক্রিকেটে নাম কুড়িয়েছেন সবাই।

Bootstrap Image Preview