Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোল উৎসবে গ্রুপ পর্ব শেষ পিএসজির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বড় জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা দলটি গোল উৎসব করে এবার নকআউট পর্ব নিশ্চিত করেছে।

গালাতাসারাইয়ের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জেতে পিএসজি। গালাতাসারাইয়ের মাঠে প্রথম দেখায় ১-০ গোলে জিতেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এবার ঘরের মাঠে গালাতাসারাইকে আতিথ্য জানায় পিএসজি। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া, নেইমার, এমবাপে ও এডিনসন কাভানি।

গালাতাসারাইকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে ক্লাব ব্রুগার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ রিয়াল। ব্রুগার পয়েন্ট ৩, গালাতাসারাইয়ের ২।

Bootstrap Image Preview