Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসাম-ত্রিপুরার নাগরিকদের শান্ত করতে যা বললেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


রাজ্যসভার হার্ডল পেরিয়ে এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। কিন্তু, নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে ক্ষোভে ফুঁসছে আসামসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। অশান্ত অসামকে শান্ত করতে এবার বার্তা দিতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

অসামের নাগরিকদের উদ্দেশে টুইটে মোদি লিখলেন, ‘সিএবি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’

সিএবি নিয়ে ক্ষোভ জমছিল উত্তর-পূর্বের আসাম, ত্রিপুরার মতো রাজ্যে। ওই বিল  সংসদের আওতায় ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই সেই ক্ষোভ বাড়তে থাকে। বুধবার রাজ্যসভায় সিএবি পাস হওয়ার পর তার আঁচ এক ধাক্কায় বেশ কয়েক গুণ বেড়ে গেছে। তাই, পরিস্থিতি আন্দাজ করে বিল পাসের সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রশমনে নামতে হল প্রধানমন্ত্রীকে। 

টুইটে তিনি লেখেন, ‘আমি আসামের ভাই এবং বোনেদের আশ্বস্ত করতে চাই যে, সিএবি পাস হওয়ায় তাদের আশঙ্কার কোনও কারণ নেই। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে, কেউই আপনাদের পৃথক পরিচয়, সুন্দর সংস্কৃতির অধিকার কেড়ে নিতে পারবে না। এটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।’

Bootstrap Image Preview