Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পূর্ব শত্রুতার জেরে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পূর্ব শত্রুতার জের ধরে চুরির অপবাদ দিয়ে আতিয়ার শেখ (৩৫) নামে এক যুবককে ফরিদপুর সদর উপজেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর এলাকার চান খন্দকারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আতিয়ার ওই গ্রামের মৃত ইমান শেখের ছেলে। তার স্ত্রীসহ তিন ছেলে রয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের বড় ভাই লুৎফর বলেন, বুধবার রাত ৯টার দিকে মমিনখাঁর হাট এলাকা হতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আতিয়ার। পথে বাড়ির অদূরে তার পথরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের রুবেলসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।

পরে হামলাকারীরায় তাকে রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেখে আসে। আমরা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমার ভাইকে মৃত অবস্থায় পাই।

এ ব্যাপারে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চোর সন্দেহে তাকে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Bootstrap Image Preview