Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশাল জয়ের পথে জনসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview


যুক্তরাজ্যের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ের পথে প্রধানমন্ত্রী বরিস জনসন। বুথ ফেরত জরিপের ফল বলছে, জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসন পেতে চলেছে। ২০১৭ সালের চেয়ে যা ৫০ আসন বেশি।

অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদল জেরিমি করবিনের লেবার পার্টি মাত্র ১৯১ আসন পেতে পারে। লিবারেল ডেমোক্র্যাটস পেতে পারে ১৩টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) পেতে পারে ৫৫টি আসন।

বিবিসি, স্কাই এবং আইটিভির পক্ষে জরিপকারী প্রতিষ্ঠান ইপসস মোরি এ জরিপ পরিচালনা করে। ১৪৪টি ভোট কেন্দ্রের বুথ ফেরত ২২ হাজার ৭৯০ জন ভোটারের মতামত বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় রাত ১০টা (বাংলাদেশ সময় ভোর ৪টায়) ভোটগ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই বুথ ফেরত জরিপের এই ফল প্রকাশ করা হয়। দেশটিতে বুথ ফেরত জরিপের এই আভাস ভুল হওয়ার ঘটনা নেই।

জরিপের ফল সত্য হলে তা হবে ১৯৮৭ সালের পর কনজারভেটিভ দলের সবচেয়ে বড় বিজয়। আর লেবার পার্টির জন্য ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ ফল। ২০১৭ সালের নির্বাচনে লেবার পার্টি ২৬২ আসনে বিজয় পেয়েছিল। জরিপের ফল সত্যি হলে লেবারের আসন এবার ৭১টি কমবে।

Bootstrap Image Preview