Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতীয়রা চায় আইপিএলে মুশফিকের নাম থাকুক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে নিলামের প্রাথমিকভাবে তালিকায় থাকা ৯৭১জন ক্রিকেটারের মধ্য থেকে কমিয়ে ৩৩২জনকে চূড়ান্ত করা হয়েছে।

চূড়ান্ত সেই তালিকায় আগেই নিবন্ধন করা ৬ বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের নাম আদৌ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে আইপিএল ফ্রাঞ্চাইজিরা এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিককে নিয়েই একটু আগ্রহ দেখাচ্ছে। সবশেষ দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় উপহার দেন মুশফিক। শুধু তাই নয় এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতকে কাপিয়ে দিয়েছিলেন মুশফিক। 

Bootstrap Image Preview