Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হুইলচেয়ারের বাংলাদেশ ক্রিকেট দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


১৬ ডিসেম্বর উত্তরাখণ্ড টি-টোয়েন্টি কাপে অংশ নিতে ১৬ সদস্যের স্কোয়াড নিয়ে ভারত যাবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। এ ১৬ ডিসেম্বর আন্তর্জাতিক একটি ফ্লাইটে চড়ে ভারতের উদ্দেশে রওয়ানা দেবে মোহাম্মদ মহসিনের নেতৃত্বাধীন দলটি।

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। গত বছরও ভারতের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। এবারও একই প্রত্যয় নিয়ে ভারত যাচ্ছে তারা।বাংলাদেশ ছাড়া আরও তিনটি দল স্বাগতিক ভারত, আফগানিস্তান ও নেপাল অংশ নিতে নেবে এই টুর্নামেন্টে। যা হুইলচেয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটতে যাচ্ছে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ১৯ ডিসেম্বর বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২০ ডিসেম্বর নেপাল ও ২১ ডিসেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে মহসিনরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

টুর্নামেন্টটিতে ভালো খেলতে প্রস্তুত বাংলাদেশ হুইলচেয়ার দল। নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তারা। মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মহসিন বলেন, 'দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আমরা। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে পারলে এবারও শিরোপা জিততে পারব।

এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর পৃষ্ঠপোষকতা করছে অরিয়ন গ্রুপ, ব্র্যাক, এবিসি রেডিও, ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড, নাফি গ্রুপ ও বিডি ক্রিক টাইম। মহসিনদের টিম ম্যানেজার হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী পলাশ ও কোচের দায়িত্বে ইসলাম আহমেদ।

হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াডঃ মোহাম্মদ মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহঅধিনায়ক), মোহাম্মদ মিঠু, সাজ্জাদ হোসেন, রিপন উদ্দিন, রাজন হোসেন, মহিদুল ইসলাম, মোরশেদ আলম, স্বপন দেওয়ান, খন্দকার নাফিউর, উজ্জল বৈরাগী, রনি গাইন, রবিন গাইন ও রাতুল ইসলাম।

Bootstrap Image Preview