বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে হোম অব ক্রিকেট মিরপুরে প্রথমে ব্যাট করতে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট । এবারের আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।
এ খেলায় সিলেট একাদশে এসেছে একটি পরিবর্তন। সোহাগ গাজীর জায়গায় ঢুকেছেন নাঈম হাসান। তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে রাজশাহী। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে তারা।টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে সিলেট থান্ডার। উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। তবে আন্দ্রে রাসেলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে রনি তালুকদার (১৯) ফিরলে হোঁচট খায় তারা। সেই রেশ না কাটতেই সিলেট শিবিরে জোড়া আঘাত হানেন অলক কাপালি। ফিরিয়ে দেন জনসন চার্লস (১৬) ও জীবন মেন্ডিসকে। ্এরপর ব্যাট করতে আসা মিথুন ও মোসাদ্দেক কিছুক্ষন ব্যাট করলেও বেশিক্ষন দাড়াতে পারেনি তারাও।তারপর যাওয়া আসার মেলায় যোগ দেয় বাকিরা।
সংক্ষিপ্ত স্কোর:সিলেট:৯১/১০(১৫.৩)
রনি ১৯,মিথুন ২০ ও মোসাদ্দেক ২০।অলক কাপালি ৩টি,ফরহাদ ও বোপারা ২টি করে উকেইট নেন।