চলতি বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না সিলেট থান্ডার্স। রাজশাহী রয়্যালসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারলো মোসাদ্দেকরা।
এই দিন প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। শুরু থেকেই রাজশাহী বোলাররা চাপের মুখে রাখে তাদের। সেই চাপ সামলাতে না পেরে নির্ধারত ২০ ওভারও বাইশ গজে টিকে থাকতে পারে না মোসাদ্দেকরা।
১৫ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে ৯১ রান করে সিলেট। ৯২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় রাজশাহী। এই ম্যাচে লিটন ৪৪ ও আফিফ ৩০ রান করেন।
এর আগে গতকাল নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৯ উইকেটের জয় পায় আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।