আসন্ন আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই৷ ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এবছর মোট ৩৩২ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে৷যাঁদের মধ্যে বিদেশী ক্রিকেটার রয়েছেন ১৪৬ জন৷
বিদেশী ক্রিকেটারদের মধ্যে তিন জন আইসিসি’র অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার রয়েছেন৷ প্রাথমিকভাবে ৯৯৭ জন ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নিজেদের নাম নথিভূক্ত করিয়েছিলেন৷ বাছাইয়ের পর নির্বাচিত ক্রিকেটারেদর তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
১৪৬ জন বিদেশী ক্রিকেটারের মধ্যে ১২১ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন৷ ২৫ জন ক্রিকেটারের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি৷ ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ১৮৬ জন ভারতীয় ক্রিকেটার এবার নিলামে উঠবেন৷ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আনক্যাপড ক্রিকেটাররে সংখ্যাই বেশি৷ মাত্র ১৩ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় তারকা এবার নিলামে অংশ নেবেন৷বাতি ১৭৩ জন ভারতীয় ক্রিকেটার আনক্যাপড৷ নিলাম থেকে সব মিলিয়ে ৭৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা৷ যাঁদের মধ্যে বিদেশী ক্রিকেটারের সংখ্যা ২৯৷
এবছর মোট ৭ জন ক্রিকেটারের প্রাথমিক মূল্য থাকছে সর্বোচ্চ ২ কোটি টাকা৷ সাত ক্রিকেটারের মধ্যে কোনও ভারতীয় তারকা নেই৷ সাত জনই বিদেশী৷ প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল, এই পাঁচজন অজি ক্রিকেটারের সঙ্গে ২ কোটি টাকা বেস প্রাইসের কোটায় থাকছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন ও শ্রীলঙ্কান অল-রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ৷
ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি প্রথমিক মূল্যের ক্রিকেটার হলেন রবীন উথাপ্পা৷ তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকা৷ পীযুশ চাওলা, ইউসুফ পাঠান ও জয়দেব উনাদকাটের বেস প্রাইস ১ কোটি টাকা৷
সূত্রঃকলকাতা