Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবসর ভেঙে ২২ গজে ফিরছেন ব্রাভো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


গাড়ির স্টিয়ারিংয়ের মতো নিজের অবসর সিদ্ধান্তটা ঘুরিয়ে দিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। ক্যারিবীয় বোর্ড চাইলে আগামী যেকোনো টি-টুয়েন্টি সিরিজেই তাকে দলে পাবে বলে জানিয়েছেন।

জাতীয় দলে অনেকদিন থেকেই ব্রাত্য। উইন্ডিজের জার্সি গায়ে সবশেষ খেলেছিলেন টি-টুয়েন্টিতে, পাকিস্তানের বিপক্ষে ২০১৬তে। বয়স চলছে ৩৬! জাতীয় দলকে আরকিছুই দেয়ার নেই বলে বিদায় জানিয়েছিলেন। তখন ক্যারিবীয় অলরাউন্ডারের মনের কোণে জমে থাকা অভিমানও বেরিয়ে এসেছিল। পুরনো সব কেচ্ছ্বা অবশ্য এখন ভুলে গেছেন ব্রাভো।

২০১৭’র ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্রাভো। পরে সদর্পে ফিরে আসেন পুনর্বাসন কাটিয়ে। আশায় ছিলেন জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু ক্যারিবীয় নির্বাচকরা তাকে আর যোগ্যই মনে করেননি। ২০১৮তে বিদায়ই বলে দেন।

আবার কেন ফিরতে চান ব্রাভো? উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিইআইসিবি) পরিচালনা পরিষদে পরিবর্তন আসতেই মত পাল্টেছেন তিনি। রিকি স্কেরিটের জায়গায় ডেভ ক্যামেরন ক্যারিবীয় বোর্ডের নতুন সভাপতি পদে বসায় ব্রাভোর সিদ্ধান্তে প্রভাব পড়েছে।

ব্রাভো সেই বিদ্রোহী ক্রিকেটারদের দলে ছিলেন, যারা ক্রিকেট বোর্ডের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং শেষপর্যন্ত ডব্লিউআইসিবির সাথে সম্পর্কের অবনতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন।

ব্রাভো ২০০৪ সালে প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন। ১৬৪টি ওয়ানডে খেলার পাশাপাশি টেস্ট খেলেছেন ৪০টি। টি-টুয়েন্টি ৬৬টি। জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন তিন বছর আগে।

শেষ টেস্টটি খেলেছেন সেই ২০১০ সালে। এরপর ধীরে ধীরে টি-টুয়েন্টি বিশেষজ্ঞ হয়ে ওঠেন। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগে খেলতে থাকেন। একসময় বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা করে জাতীয় দল থেকে সরে দাঁড়ান। কর্মকর্তাদের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও টি-টুয়েন্টি লিগগুলোতে খেলে যাচ্ছেন তিনি।

টেস্টে ৩১.৪২ গড়ে ২২০০ রান করেছেন। সেঞ্চুরি তিনটি। উইকেট ৮৬টি। ওয়ানডেতে রান ২৯৬৮, গড় ২৫.৩৬, স্ট্রাইকরেট ৮২.৩০, উইকেট আছে ১৯৯টি।

Bootstrap Image Preview