Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে পাক সেনাদের গুলিতে ২ ভারতীয় জওয়ান নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত দুজন ভারতীয় জওয়ানের প্রাণহানি হয়েছে।

সামরিক সূত্রের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজ্যটির রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে এই হামলার ঘটনা ঘটে। প্রথমে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। এতে ভারতের বেশ কয়েকজন জওয়ান হতাহত হয়।

পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনারাও অবশ্য তখনই গুলিবর্ষণ শুরু করে। এতে বেশ কিছুক্ষণ যাবত উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি সংগঠিত হয়। তবে ভারতীয় সেনা সদস্যদের প্রত্যাঘাতে এখন পর্যন্ত কোনো পাকিস্তানি জওয়ান প্রাণ হারিয়েছেন কিনা, রাত পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দুদেশের নিয়ন্ত্রণ রেখায় অন্তত ৯৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview